নগরীর ইপিজেড এলাকায় শুক্রবার( ২৯জুলাই সন্ধ্যায় পেশাগত কাজ শেষে রিক্সা যোগে ব্যারিস্টার কলেজ মেইন রোড থেকে সিমেন্ট ক্রসিং বাজার মুখে পকেট মারের টিম সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা ‘ এর ব্যবহৃদ ভিভো-y12s মডেলের দাবি মোবাইল সেট ২ টি গ্রামীণ সিম নং-০১৭৫২-১৫৬০২৭ ও০১৭৯৪-০০৫৬১৪ এবং ১৬জিবির ১ টি মেমোরি সহ পাঞ্জাবির পকেট থেকে নিয়ে পালিয়ে যায়। অনেক খোজাঁখোজি করে রাত্র পর্যন্ত মোবাইল সেটটি উদ্ধার বা পাওয়া যাই নি। বিষয়টি তাৎক্ষনিক ভাবে ইপিজেড থানায় মৌখিক ভাবে অবগত করলে আইএম ই কোড নিয়ে জিডি করার পরামর্শ দেন | এদিকে গত ৪/৫ দিনে ইপিজেড-বন্দর ও পতেঙ্গা এলাকার বিভিন্ন স্থান চোরের উৎপাত বেড়ে গেছে বলে ভুক্তভোগিরা জানান। দুটি ইপিজেড মুখি এই এলাকায় ইদানিং মসজিদে নামাজরত অবস্থায় ওনামাজ শেষে বিভিন্ন মসজিদে জুতা চুরি, মোবাইল চুরি ও মানিব্যাগ চুরি হলেও কোন আইনী সহায়তা মিলেনি বলে ভুক্তভোগিদের অভিযোগ। জনগণের মূল্যবান জিনিসপত্র চুরি, ছিনতাই ওপকেট মারের উৎপাত বন্ধকরা না গেলে সাধারণ জনগণ দিনদিন হতাশাগ্রস্থ হয়ে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কড়া নজরদারি প্রয়োজন বলে বিজ্ঞমহল জানিয়েছেন।