সুন্দরবনে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশে প্রথম ওয়াইল্ড লাইফ এ্যাকশেন থ্রিলার মুভি “অপারেশন সুন্দরবন”-এর ট্রেইলার উন্মোচন করা হয়েছে।
২৯ জুলাই শুক্রবার সন্ধায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট উন্মুক্ত মঞ্চে ট্রেইলর উন্মোচন করেন বাংলাদেশ পুলিশের আইজি ড.বেনজির আহমেদ।
এতে বিশেষ অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ লিমিটেড এর প্রযোজনায় রোমাঞ্চকর এই পূর্ণদৈর্ষ ছবিটি পরিচালনা করেন দীপংকর দীপন।
এসয় পুলিশের আইজিপি বলেন, একসময় সুন্দরবন সাধারণ মানুষের আতংকের নাম। র্যাব শুধু দস্যুমুক্ত করেনি। আমাদের অনেক ছোলেদের জীবনও দিতে হয়েছে। সুন্দর বনের দস্যুতার ইতিহাস ৪শ বছরের পুরনো ইতিহাস। ঐ অঞ্চলের মানুষ এখন শান্তিতে রয়েছে মধু ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে পারছে। এসময় এ সিনেমা তৈরী নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং
২৩ এই সেপ্টেম্বর এ ছবির শুভ মুক্তি পাবেও বলে জানান তিনি।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন নায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নায়িকা নুসরাত ফারিয়া, রাইসুল আহমেদ আসাদ,রোশান, দর্শনাসহ অনেকেই।
বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে।
অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন চলচিত্রটির অভিনয় শিল্পীরা। চলচিত্রটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা এসেছিলো। কিন্তু ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।
এসময় অন্যান্য প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।