মিষ্টিকে সাদা করতে কেমিকেল ব্যবহার করার দায়ে সাধু মিষ্টান্ন ভাণ্ডারকে দুই লাখ টাকা জরিমানা
পূর্ব বাংলা ডেস্ক
প্রকাশিত সময়ঃ
শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
১৭৩
বার পড়া হয়েছে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকারের অভিযানে ২৮ জুলাই বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী মোড়ে ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভাগীয় উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে কোতোয়ালী মোড়ে সাধু মিষ্টান্ন ভাণ্ডারে প্রথমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ টিম। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সরবরাহ করা, মিষ্টিকে সাদা করার জন্য বিষাক্ত কেমিকেল ব্যবহারের প্রমাণ পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এসময় আরো দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ও ১৫ হাজার টাকা মিলে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ।