বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন চট্টগ্রাম মহানগর জাতীয় গীতা পরিষদের সভাপতি ঔপন্যাসিক দুলাল মল্লিক এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক তরুণ বিশ্বাস অরুণের পরিচালনায় হাই লেভেল রোড লোকনাথ ধামে ৩০জুলাই ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
তিনি বলেন- প্রত্যেকে স্ব-স্ব ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজ ও দেশের কল্যাণ হয়। আর্শীবাদক ছিলেন মোহন্ত মহারাজ শ্রীমৎ লক্ষী নারায়ন কৃপানন্দপুরী মহারাজ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল করেন বিশিষ্ট ধর্মতত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আর.কে দাশ রূপু। মহান অতিথি ছিলেন খুলশী থানা অফিসার ইনচার্জ সন্তোষ কুমার চাকমা পিপিএম (বার), কেন্দ্রীয় উপদেষ্টা লায়ন সুজিত কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মুনমুন দত্ত মুন্না। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেল্টন কান্তি নাথ, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিপন সরকার, কমলেশ ধর, তপন তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরুন পালিত বাসু। বক্তব্য রাখেন অধ্যাপক রূপন ধর, উত্তম চক্রবর্তী, সাধন সিংহ, কৃষ্ণ কান্ত ধর, অপর্ণা বিশ্বাস, স্বপন চৌধুরী, রূপন বিশ্বাস, কাজল দত্ত, শ্রাবন্তি দাশ শুকলা, এড. সুমন কান্তি আচার্য্য, এডভোকেট রিকা শর্মা, কমল মহাজন প্রমুখ। সভায় দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে দুলাল মল্লিককে সভাপতি, তপন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।