বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যেকে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে চট্টগ্রামে অভিবাদন জানিয়েছে কোতোয়ালী থানা ছাত্রলীগ। সকালে থেকেই প্রাণের ছাত্রলীগের দুই দিকপালকে বরণ করে নিতে কোতোয়ালী থানাধীন বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিনের নেতৃবৃন্দরা মিছিলে মিছিলে জমায়েত হতে থাকে নগরীর পুরাতন রেল স্টেশনে। এর পর সারা বাংলার ছাত্র সমাজের অহংকার তৃণমূল ছাত্রলীগের আশার প্রদীপ দূরদর্শী বিচক্ষণ নেতাদের মুজিবীয় শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে রেলস্টেশন থেকে শুরু হয় অভিবাদন মিছিল। নিউমার্কেট, কোতোয়ালী এবং লালদিঘী চত্বরে এসে শেষ হয় মিছিলটি। পরে কোতোয়ালী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অভিবাদন বক্তব্য রাখেন থানা ছাত্রলীগের সভাপতি মোঃ জুনাইদ। এ সময় থানা ছাত্রলীগের শত শত নেতা-কর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন।