মিরসরাই প্রতিনিধি:::
মিরসরাইয়ের এক সময়ের দূধর্ষ সন্ত্রাসী ও বিএনপি নেতা ত্রাস তবারককে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। তবারক বর্তমানে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। এছাড়া পৃথক দুটি মামলা আরো দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে তোবারক হোসেন ও উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকা থেকে সুমন শীল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বিএনপি নেতা তোবারক হোসেনের বিরুদ্ধে ৩টি সিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ছিলো আর সুমন শীল একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
পুলিশ জানায়, আটককৃত তোবারক হোসেন উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ৩টি সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। সুমন শীল উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের দমদমা গ্রামের সুনীল শীলের ছেলে। তার বিরুদ্ধে ৩ বছরের সাজা ও ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডের পরোয়ানা রয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩ বছরের সাজা ও ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী সুমন শীল ও ওয়ারেন্টভুক্ত আসামী তোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।