স্বপ্নে স্বামী প্রেম করেন। আর তা জানতে পেরে পৈশাচিক কাণ্ড ঘটিয়েছেন এক স্ত্রী। খবর অনুযায়ী, ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গে গরম পানি নিক্ষেপের অপরাধে বলিভিয়ায় এক নারীকে আটক করা হয়।
অডিটি সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর অভিযোগ, তার স্বামী ঘুমের মধ্যে স্বপ্নে অন্য নারীকে ভালোবাসে। বলিভিয়ার লা পাজ শহরে গত সপ্তাহে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
অভিযুক্ত স্ত্রী পুলিশকে জানান, একদিন তার ৪৫ বছর বয়সী স্বামী ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনি শুনতে পান, তিনি (স্বামী) ঘুমের মধ্যে অন্য নারীর কাছে প্রেম নিবেদন করছেন।সেসব শুনে তিনি রেগে যান এবং রান্নাঘরে গিয়ে ফুটন্ত গরম পানি নিয়ে আসেন। সেগুলো তিনি স্বামীর যৌনাঙ্গে নিক্ষেপ করে হত্যার চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির যৌনাঙ্গের পাশাপাশি হাতে ও পিঠে সেকেন্ড ডিগ্রি বার্ন হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।
পুলিশ আরও জানিয়েছে, এটাই ওই নারীর প্রথম আক্রমণ নয়। এর আগেও একবার তিনি স্বামীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিলেন।
সংবাদমাধ্যমটি এও জানিয়েছে, আহত স্বামী পুলিশ ডেকেছেন, নাকি তার চিৎকারে প্রতিবেশীরা পুলিশ ডেকেছে তা জানা যায়নি।