চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সংসদ সদস্য ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান এম ইদ্রিস বি. কম এর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ২৩ জুলাই বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি। অনুষ্ঠান সঞ্চালণ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ড. অনুপম সেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ওয়াসিকা আয়শা খান এম.পি মহোদয়।