হোসেন বাবলা ১৯জুলাই
চট্টগ্রামের বন্দর ইপিআই জোনে বুষ্টার ডোজ টিকা দিবস উদযাপন উদ্বোধন করেন চসিক স্বাস্থ্য বিভাগ ও জোনাল মেডিকেল অফিসার ডা . হাসান মুরাদ চৌধুরী। ১৯জুলাই, মঙ্গলবার সকালে বন্দরটিলা-মাতৃসদন হাসপাতালে করোনাভাইরাস( কভিড-১৯) কর্মসূচির আওতায় তৃতীয় বুষ্টারডোজ দিবসে জোনের অধীন ২৬,৩৭,৩৮,৩৯,৪০ ও ৪১নং ওয়ারর্ডে প্রায় ৬হাজার জন কে বুষ্টারডোজ দেওয়ার লক্ষ্যমাত্র রয়েছে বলে জানান জোনাল মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ। তিনি আরো বলেন, ৩৯নং ওয়ারর্ডের কাউন্সিলরের সার্বিক সহায়তা ও চসিকের স্বাস্থ্য সহকারী, স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরালস ভাবে মহামারির বিরুদ্ধে জনগণ কে সঠিক সেবা দিয়ে রোগ প্রতিরোধে সাহস যুগিয়েছেন। সবাই কে ধয্য সহকারে দেশের কল্যানে সমস্ত বিপদ-আপদ মুখাবেলায়ঐক্যবদ্ধ থাকতে বিশেষ অনুরোধ জানান। মঙ্গলবার সকালে বন্দরটিলায় তৃতীয় বুষ্টারডোজ দিবসের কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ভ্যাকসিনেটর মোঃ সাইফুল ইসলাম,স্বেচ্ছাসেবক টিম লিডার চন্দ্রাশীষ ভট্টাচায্য আশিষ,মোঃ আনোয়ারুল করিম রুশদী, মোঃ সায়েম সহ চসিকের স্বাস্থ্য সহকারী, সুপারভাইজার এবং দুপুরে টিকাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ব স্বাস্থ্যসংস্থার প্রতিনিধি ডাঃ সারোয়ার আলম সহ অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত টিকা কার্ড ও ম্যাসেজের মাধ্যমে১৮ থেকে উব্ধে সকল বয়ছের জনগণ যেকোন কেন্দ্রে গিয়ে বুষ্টারের ৩য় ডোজ গ্রহণ করতে পারবেন বলে এই জোনের দায়িত্বশীল কর্মকর্তা জোনাল মেডিকেল অফিসার ডা . হাসান মুরাদ চৌধুরী প্রতিবেদক কে জানিয়েছেন।