হাটহাজারী উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক,জগদীশ রুদ্র র পিতা মিলন কান্তি রুদ্র( ৭০)আজ ১৬ জুলাই দীর্ঘ দিনের বাধ্ক্যজনিত রোগে কারনে পরলোক গমন করেছেন, মৃত্যু কালে তিনি ৩ পুত্র জনক ছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অলক মহাজন, প্রচার সম্পাদক লায়ন রিমন মুহুরী, হাটহাজারী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক সুজন তালুকদার,মাস্টার বিজয় দত্ত,বিপ্লব মুহুরী, হাটহাজারী জম্মাস্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, কৃষ্ণ বণিক, পলাশ দে, ডাঃ রাসেল নন্দী,সুব্রত বড়ুয়া এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।