মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাটে কামরুল ইসলাম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিনগত রাতে তার ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে লুঙ্গির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বুধবার (১৩ জুলাই) সকাল ১১:২০ মিনিটে জোরারগঞ্জ থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে নিয়ে আসে।
কামরুল ইসলাম বারইয়ারহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যম জামালপুর গ্রামের আলী আহম্মদের পুত্র। পেশায় সে রাজমিস্ত্রি ছিলো।
পরিবারের বরাত দিয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, কামরুলের স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকালকে তাকে আনার জন্য গিয়েছিল কিন্তু স্ত্রী আরও কিছুদিন থাকবে বলে আসে নাই। সেখান থেকে চলে এসে আবেগের বসবতি হয়ে সে রাতের কোন একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ৫ থেকে ৬ মাস পূর্বে তাদের বিবাহ হয়ে বলে জানা গেছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।