মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চারদিকে চলছে ঈদের আমেজ, ঈদের নামাজ শেষে প্রস্তুতি চলছে কোরবানির পশু জবাই, কাটাকুটি ও ভাগ ভাটোয়ারার কাজ। এমন সময় চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। মুহুর্তেই ঈদের আনন্দ বিষাদে পরিণত হলো, শোকের মাতমে মায়ের আহাজারীতে চারপাশ ভারী হয়ে উঠল। রবিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরাফাত উদ্দিন রাকিব (২২)। সে ওই ইউনিয়নের আমিন দারোগা বাড়ির একরামুল হকের পুত্র। রাকিব উপজেলার আবুতোরাব ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী।নিহতের আত্মীয় ফোরকান উদ্দিন ফয়সাল বলেন, রবিবার দুপুরে কোরবানি গরুর মাংস কাটা শেষে চার্জ থেকে স্কেলটি খোলার সময় রাকিবের শরীরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঈদের দিন এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। রাকিব আমার পাশের গ্রামের একরাম ভাইয়ের ছেলে। ছেলেটি খুব নম্র ও ভদ্র ছিলো। তাঁর জন্য খুব খারাফ লাগছে। ঈদের আনন্দের মুুহুর্তে তার মৃত্যুতে পুরো পরিবারের ঈদ আনন্দের পরীবর্তে শোকের মাতম বইছে।