জেলা জজ সম্মেলন কক্ষে সেরেস্তাদার ওয়েলফেয়ার ট্রাস্ট চট্টগ্রামের উদ্যোগে গতকাল চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞা ও ৮জন সেরেস্তাদারের বিদায় অনুষ্ঠান। সেরেস্তাদার ওয়েলফেয়ার ট্রাস্ট চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা সদস্যসচিব সনজীব কুমার বড়–য়া (তিনু)’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী দায়রা জজ আজিজ আহমদ ভুঞা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম জেলা জজ আদালত মোহাম্মদ খায়রুল আমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেউলিয়া বিষয়ক আদালত মোহাম্মদ আবু হান্নান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার আলম। আরো বক্তব্য রাখেন সেরেস্তাদার বিপ্লব কান্তি দাশ, শাহাব উদ্দিন মোরশেদ, সাইফুদ্দিন পারভেজ, নাজির মো. এনামুল হক, আকন্দ নাহার প্রমুখ। আলোচনা সভা শেষে সিনিয়র জেলা দায়রা জজ আজিজ আহমদ ভুঞা ও ৮ জন সেরেস্তাদারকে বিদায় সম্মাননা প্রদান করা হয়।