১০৮ শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের চরণাশ্রিত কর্ম,জ্ঞান ও ভক্তির মূর্তপ্রতীক ভারতের হরিদ্বার ‘শ্রীগুরুধাম’ ও বাজালিয়া “ঋষিতীর্থ শ্রীগুরুধাম” এর প্রতিষ্ঠাতাচার্য্য ‘শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ(বেদান্তাচার্য্য)’ এর প্রতিষ্ঠিত চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানাস্থ সাধুর পাড়ায় গত ১ জুলাই, ২০২২ ইংরেজী ঋষিতীর্থ শ্রীগুরুধামে ‘শ্রী শ্রী চিন্তাহরণ ওঁঙ্কারেশ্বর শিব মন্দির’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীমন্দির উদ্বোধনের পূর্বে কীর্তন সহকারে ঋষিধ্বজা উত্তোলন, ভূমি পূজা, কীর্তন সহকারে নগর পরিক্রমা, শিব নাম সহকারে মন্দির প্রবেশ, শ্রী চন্ডীপাঠ, সমস্বরে শ্রীমদ্ভগবদগীতাপাঠ, শ্রীমদ্ভগবদগীতায় তুলসীদান ও মহতী মানব ধর্ম সন্মেলন অনুষ্ঠিত হয়। ‘সনাতন স¤প্রীতি মিশন-বাংলাদেশ’ এর সাংগঠনিক সম্পাদক শ্রী প্রেমানন্দ মল্লিকের সঞ্চালনায় মানবধর্ম সন্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দরকিল্লা শ্রীগুরুধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী নির্বানানন্দ পুরী মহারাজ। উদ্বোধক ছিলেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, আশীর্বাদক ছিলেন বাঁশখালী(পুকুরিয়া) শ্রী অদ্বৈতানন্দ যোগাশ্রম এর অধ্যক্ষ শ্রীমৎ অক্ষরানন্দ পুরী মহারাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃত,পালি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদ এর সন্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, প্রধান বক্তা ছিলেন জনতা ব্যাংক লিঃ এর এজিএম শ্রীযুত শম্ভূ দাশ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ কান্তি নাথ(রণী), বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আশীষ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট পলাশ কান্তি দে, ব্যবসায়ী গোপাল দাশ, আন্দরকিল্লা শ্রীগুরুধাম ট্রাস্টী বোর্ড এর অর্থ-সম্পাদক দুলাল চৌধুরী, ট্রাস্টী সদস্য প্রকাশ চৌধুরী, অর্জুন নাগ, সজল পাল, সংবাদকর্মী বিপ্লব কান্তি নাথ, ভূমি কর্মকর্তা সুব্রত দাশ, ধর্মতাত্তি¡ক অজিত করণ, দ্বারিকা ধর, অরুণ কান্তি দেবনাথ, পিংকু নাথ, নারায়ন মজুমদার (বন), সমাজসেবক উজ্জ্বল মল্লিক, বরুণ বৈদ্য,শ্যামল দাশ,অঞ্জন রুদ্র প্রমুখ।
সভায় ‘সনাতন স¤প্রীতি মিশন- বাংলাদেশ’ এর সকল সদস্য মন্দির নির্মানের জন্য আন্তরিকভাবে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। মন্দির নির্মাণ করা হলে অত্র এলাকার সুনাম ও ধর্মীয় স¤প্রীতি আগের চেয়ে আরো বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন। সমাজের হিতৈষী ব্যক্তিবর্গের সহযোগিতা পেলে শ্রী মন্দির নির্মানের কাজ দ্রুত এগিয়ে যাবে বলে সকলে আশাবাদী।