চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক তবলা শিল্পী কানু রাম দে’র শ্রীমতি বীণা রানী দে’র মৃত্যুতে শোক সভা ও শিক্ষাবৃত্তি প্রদান ২৭ জুন সন্ধ্যায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাব্লু কান্তি দাশ। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদ আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস,এম, লিয়াকত হোসেন, কবি আশীষ সেন, সংগঠক চন্দন দাশ, ডাঃ বিদ্যুৎ ভুষণ দাশগুপ্ত, অজিত কুমার শীল, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আবৃত্তি শিল্পী সোমা মূৎসূদ্দী, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, রিংকু ভট্টাচার্য, জাকির হোসেন, কানু রাম দে, কবি সজল দাশ, রিংকু ভট্টাচার্য, মৌসুমী চৌধুরী, ঊষা আচার্য, দিলীপ সেনগুপ্ত, সুমন বড়ুয়া, সাবিহা সুলতানা রক্সি, মোঃ জাফর আলম প্রমুখ। সভার শুরুতে প্রয়াত শ্রীমতি বীণা রানী দে, স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন মানুষ তার মহৎ কর্মের জন্য মৃত্যুর পরেও মানুুষের হৃদয়ে বেঁচে থাকে। সকলকে নিজ নিজ অব¯’ান থেকে মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। সুন্দর ও আদর্শ সমাজ গড়তে আমাদেরকে দেশপ্রেমিক দায়িত্ব পালন করতে হবে।