চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে। ব্যবসায়ী মহলে অত্যন্ত মর্যাদাপূর্ণ এ নির্বাচনে ঐক্য পরিষদের মনোনীত পরিষদের প্রার্থী পরিচিতি অনুষ্ঠান গতকাল রাতে এম এ ইলেকট্রিক কোম্পানির সৌজন্যে ভিআইপি ব্যাংকুইট হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বৈদ্যুতিক ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোঃ কলিম উল্ল্যাহ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গ্রুপের সদস্য সচিব জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক আবু জাহিদ মিঠু ও আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, উপদেষ্টা আবসার হাসান চৌধুরী জসিম। অনুষ্ঠানে খেজুর গাছ প্রতিকের প্রার্থী আলহাজ্ব মোঃ আবুল কাসেম এর পবিত্র হজ্ব যাত্রার প্রাক্কালে শুভে”ছা ও দোয়া কামনা করা হয়।
প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ইকবাল হোসেন মজুমদার, বিপু ঘোষ বিলু, মোহাম্মদ আবু বকর চৌধুরী, আব্দুর রাজ্জাক ভূইয়া, মোঃ নাজিম উদ্দীন, মোঃ আমানুল হক, মোঃ একরামুল হক রাসেল, আনোয়ার হোসেন মানিক, কাজী কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আবুল কাশেম, আলহাজ্ব মোঃ সেলিম নূর, এম ইলিয়াছ খান আইয়ুব, মোঃ সাদেক হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ হারেছ মিয়া মজুমদার প্রমূখ। উল্লেখ্য নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন এর তত্বাবধানে চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রæপের আসন্ন নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলা ব্যাপী বিভিন্ন অঞ্চলের সদস্য-ভোটারদের সহযোগিতা কামনা করা হয়।