নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্প সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা, বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মাদ জাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বতী চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসুচীর বরাদ্দ হতে ২০জন ক্ষুদ্র-নৃগোষ্ঠি শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেন। এছাড়াও তিনি উপজেলার বিনোদনগর পাহাড়পুর গ্রামে সম্প্রতি নির্মিত আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।