মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের অভিযানে ৮শ পিস ইয়াবাসহ ধরা পড়েছে নোয়াখালীর তোফাজ্জল (৩৬)। শুক্রবার ২৪ জুন দুপুর ২ টার দিকে মিরসরাই বাদামতলী বাজার থেকে তাকে আটক করা হয়।
মিরসরাই থানা পুলিশের দেয়া তথ্যে জানায়, শুক্রবার দুপুরে মিরসরাই থানার এসআই খাইরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মিরসরাই থানাধীন ১২নং খৈয়াছড়া ইউনিয়ের অন্তর্গত ০২নং ওয়ার্ডের চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের বাদামতলী বাজার মাথার ফখরুল ষ্টোর এর সামনে হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ তোফাজ্জল হোসেন(৩৬), পিতা-মৃত ইসমাইল, মাতা-তফুরা খাতুন, সাং-কেশারপাড়, পশ্চিম পাড়া (জহির উদ্দিন বেপারী বাড়ী), থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করে। এই সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে মীরসরাই থানায় নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, মিরসরাই থানাকে মাদক মুক্ত রাখার জন্য নিয়মিত অভিযান চলমান রয়েছে। প্রতিদিন মাদক বিরোধী অভিযানে কোননা কোন মাদক কারবারি ধরা পড়ছে। মিসরাইকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চলমান থাকবে।