মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাটে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২২ জুন দিবাগত রাত ২টায় সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতর হলেন, মিরসরাই উপজেলার করেরহাটের জহিরুল হক কোম্পানী বাড়ীর এমদাদুল হক হৃদয় (২২), কোরবান আলী ভূইয়া বাড়ীর কোরবান আলীর ছেলে মো. নুর হোসেন (২৬) ও মানিক মিস্ত্রী বাড়ীর খায়েজ আহম্মেদের পুত্র মো. হানিফ (২৬)। তারা তিনজন ওই ইউনিয়নের ছত্তরুয়া এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ১’শ ৫ টাকা ও ৪ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপজেলার করেরহাট ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা, নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।