আধ্যাত্নিক সাধক শাহ মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গত বছরের ন্যায় এবারও সাপ্তাহিক পূর্ব বাংলা বিশেষ সংখ্যা প্রকাশের উদ্দোগ নেয়া হয়। যথারীতি ১৯ জুন প্রকাশের জন্য যাবতীয় প্রস্ততিও সম্পন্ন হয়।এর মধ্যে পূর্ব বাংলার অসংখ্য্ পাঠককূল, অলি ভক্তগণ, বিজ্ঞাপনদাতা ও আমাদের শুভ্যানুধায়ীদের অনুরোধের প্রেক্ষিতে বিশেষ সংখ্যাটি ২০জুুন ৬ আষাঢ় ওরশের দিন প্রকাশিত হবে। এই কারণেে লেখা ও বিজ্ঞাপন ১৯ জুন বিকেল ৩টার মধ্যেও দেয়া যাবে। – বার্তা সম্পাদক