1. admin@purbobangla.net : purbobangla :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ সন্দ্বীপে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা অভিযুক্ত স্বামী গ্রেফতার  চট্টগ্রামে র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪ চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে অবৈধ গাড়ির অরাজকতা বন্ধ করতে আবারো বিআরটিএ’র অভিযান আমি আজ কথা দিচ্ছি  আপনাদের একা রেখে পালিয়ে যাব না, সুখে দুঃখে আপনাদের পাশে থাকব, আমি আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই- ওয়াসিকা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কে বিআরটিএ’র সাঁড়াশি অভিযান, জরিমানা অর্ধলাখ মে মাসেও থাকবে তীব্র গরম, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৪ ডিগ্রি সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ

টেকনাফে ও উখিয়ায় ৩৩ কোটি টাকার আইস ও ইয়াবাসহ আটক ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে প্রায় ৩৩ কোটি টাকার মাদক জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মধ্যে ৪.৩ কেজি আইস ও ৩ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট। এ সময় মাদক পাচারে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হোসাইন কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫জুন বুধবার হ্নীলার বেড়িবাঁধ এলাকা থেকে ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকসের ছেলে আবদুর রহমান (৩০) ও হ্নীলার মৌলভীবাজারের আব্দুস সালামের ছেলে মো. নুরকে (২৫) এক লাখ পিস ইয়াবাসহ আটক করে। পরে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী হ্নীলা শশ্মানঘাট এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশেষ কৌশলে লুকায়িত বেড়িবাঁধের একটি ছাপড়া ঘরের পাশ থেকে ৪ কেজি ৩১৫ গ্রাম আইস উদ্ধার করা হয়।
অন্যদিকে কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের রেজু আমতলী বিওপি সদস্যরা ৩,৯০০ ইয়াবাসহ কুতুপালং-১ ক্যাম্পের রোহিঙ্গা শফি উল্লাহকে (৩০) আটক করে মঙ্গলবার রাতে। পরে জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা মাদক পাচারকারীর দেয়া তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপি এলাকায় থেকে আরো ২ লাখ ৮৬ হাজার ১০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জব্দকৃত মাদক আইস ও ইয়াবার মূল্য ৩৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla