বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি এড. নির্মল রঞ্জণ গুহের রোগমুক্তিতে দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি সাতকনিয়া পৌর মেয়র মোঃ জোবায়ের এবং সাধারণ সম্পাদক বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিবের সার্বিক নির্দেশনায় পুঁজা ও প্রার্থনা সভা গতকাল ১৩ জুন সন্ধ্যায় আন্দরকিল্লাস্থ শ্রীগুরুধামে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সেলিম হোসেন, আব্দুল মালেক খান, এস. এম. আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক উজ্জ্বল ধর, সহ অর্থ সম্পাদক শংকর কান্তি সুশীল, সদস্য অধ্যাপক প্রবীর মিত্র, আবছার খান, সাতকানিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, চন্দনাইশ স্বেচ্ছাসেবক লীগের নেচার আহম্মেদ, সরওয়ার কামাল প্রমুখ।