ইপিজেডের সিমেন্ট ক্রসিং এলাকাস্থ (আলী শাহ রোড়) নিকট এক আত্মীয়ের ছুরিকাঘাতে ১১জুুন শনিবার রাতে (১১জুন) মামুন নামের এক যুবক খুন হয়েছেন বলে ইপিজেড থানা ও প্রতিবেশী সূত্রে জানা গেছে। নিহতের নাম মামুন (৩৭) , তিনি মতন মেম্বরের বাড়ির বাসিন্দা বলে ইপিজেড থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।
জানা গেছে বিবাহ বিচ্ছেদ সং ক্রান্ত বিষয়ে সে ১১জুন রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম নিজেই পুলিশ টিম সহ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের বাড়িতে তদন্তে এসেছেন, আসামিদের ১নং হচ্ছে মোঃ হাসান ( ২৭), পিতার নাম আব্দুল আলাম বলে নিহতের আত্মীয় দিল মোঃ জানিয়েছেন।
প্রতিবেশী সূত্রে জানা গেছে নিকট আত্মীয়ের বিবাহ বিচ্ছেদের কারণ ও পূর্ব শত্রুতার জেরে মোঃ হাসান নামের এক যুবক, আরো ৩/৪জনে নিহত মামুন কে পিছন থেকে ছুরিকাঘাতে করলে সে রাস্তার মাঝখানে পড়ে যান। ঘটনার কীছু সময় পর আত্মীয় স্বজন রা চমেক হাসপাতালে নিয়ে গেলে পথেই তিনি (মামুন) মারা যান। আসামিদের গ্রেফতার করার জোর চেষ্টা চলছে বলে ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান।