পাহাড়তলীতে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসেবে শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রফিকুদ্দীন সিদ্দিকী । চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম.এ) মাদারাসার সম্মানিত অধ্যক্ষ ওস্তাজুল ওলামা ওয়াল মাশায়েখ, শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা রফিকুদ্দীন সিদ্দিকী সাহেব মা:জি:আ: চট্টগ্রাম মহা নগরীর পাহাড়তলী থানায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ট অধ্যক্ষ নিবার্চিত হওয়ায় গত ৯ জুন অনুষ্ঠিত এক শিক্ষক সভায় মাদ্রাসার সকল শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান । অধ্যক্ষ মহোদয় তাঁর সুদক্ষ কর্মদক্ষতা সুষ্টু পরিচালনায় প্রতিষ্ঠানের লেখা-পড়ার পরিবেশ আধুনিক ও উন্নততর হওয়ায় সকলের পক্ষ থেকে হুজুরকে অভিনন্দন জানানো হয়। আগামীতে আরো সুন্দর সুদক্ষ ও সুষ্টুভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য এই সময় দোয়া কামনা করা হয়।