জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন আহমেদ আর নেই। আজ ৯ জুন বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
বারিধারা ডিওএইচএস এর বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
অর্থনীতি, বাণিজ্য বিষয়ে তিনি প্রায় ৪০ বছর দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেন। কয়েক বছর আগে অবসর নেন।
আজ বৃহস্পতিবার বাদ যোহর বারিধারার ডিওএইচএস মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জে এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে আদমজি করবস্থানে তাঁকে দাফন করা হবে।