আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় ৭ জুন নতুুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন যোগদান করেছেন ।
৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর পূর্বে তিনি খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছেে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওয়া ইউনিয়নের সন্তান।
যোগদানের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ নিজ ফেসবুক পেইজে লিখেন যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনকে আনোয়ারা উপজেলাতে স্বাগতম।বিষয়টি সচেতনমহলে বেশ প্রশংসিত হয়।