আনোয়ারা উপজেলার খিলপাড়া গ্রামে “আন্তর্জাতিক মহাযোগী লোকনাথ ট্রাস্টী কমপ্লেক্স’র উদ্যোগে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব চলাকালে গত ৮ জুন বুধবার অনুষ্ঠান প্রাঙ্গণে এম.বি.বি.এস ডা. রক্তিম দাশ’র নেতৃত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত ছিলেন ডা. সাগর শীল, ডা. অনামিকা দেব, ডা. নারায়ন মজুমদার, ডা. রতন চৌধুরী ও সিনিয়র নার্স স্বপ্না বিশ্বাস সহ আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।