বৃহস্পতিবার ২ জুন দিবাগত রাতে পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে।
৩রা জুুন শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি)’র অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির।তারা জানান বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রহমতের বিল এলাকায় অবস্থান নেন বিজিবি। এ সময় কিছু ইয়াবা চোরাকারবারি সীমান্ত দিয়ে পায়ে হেটে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে।
এই সময় নিজেদের জান-মাল রক্ষার্থে বিজিবির টহলদলও তাদের পাল্টা ফায়ার করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে নদী পার হয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।