আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ।এতে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট ইমরান হোসেন বাবু সভাপতি নির্বাচিত হয়েছেন।তিনি ব্যাক্তিগত ভাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ(এমপি) এর একান্ত সচিব হিসাবে বর্তমান দায়িত্বে রয়েছেন।
৩১মে ( মঙ্গলবার) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা কমিটির প্রথম সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে বিদ্যালয় পরিচালনা কমিটির চার জন অভিভাবক সদস্য ও একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য এবং শিক্ষকদের ভোটে তিন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়।