নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম সদর সাব রেজিষ্ট্রার অফিসে গত ১০ মাসে প্রায় ২৩৬ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। বিগত বছরগুলোর মধ্যে রেকর্ড পরিমান রাজস্ব আয় হয়েছে বলে সংশ্লিষ্ঠ অফিস সূত্রে জানা গেছে ।
জানা গেছে, চট্টগ্রাম সদর সাব রেজিষ্ট্রার অফিসে গত ২০২১ সালের জুলাই মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২৩৫ কোটি ৬৭ লক্ষ ৮ হাজার ৫৬৪ টাকা রাজস্ব আয় হয়েছে। সদর সাব রেজিষ্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ভূমি ক্রেতা-বিক্রেতার সাথে সততা , আন্তরিকতা, স্বচ্ছতা এবং জবাবদীহিতার কারণে সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে বলে একটু সুত্র জানায়।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সদর সাব রেজিষ্ট্রার মনিরুজ্জামান বলেন, এ ধরণের প্রতিষ্ঠানগুলো থেকে প্রচুর পরিমান রাজস্ব আয় হচ্ছে সরকারের। যত বেশী জায়গা জমি ক্রয় বিক্রয় হবে ততবেশী সরকারের রাজস্ব আদায় হবে। রাজস্ব আদায় হলে দেশ উন্নয়ন হবে।