শাহিন আহমেদ
হালিশহর ও বড়ফুল এলাকায় অলিতে গলিতে চলছে ব্যাটারি চালিত রিকশা ও বিভাটেক, নেই কোন এর অনুমোদন। আর এই ব্যাটারিচালিত রিকশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেকগুলো কথিত সমবায় সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের মাধ্যমে সরকারকে ফাঁকি দিয়ে পকেট ভারি হচ্ছে কিছু অশাধু ব্যক্তির। যেভাবে বিদ্যুৎ অপচয় হচ্ছে ঠিক তেমনি বাড়ছে প্রবল দুর্ঘটনাও। আবার আইন প্রয়োগকারি সংস্থা (পুলিশ) অভিযান চালিয়ে আসলেও ফের চলছে এই ব্যাটারিচালিত রিকশা।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন যদি এখনি কোন ব্যবস্থা গ্রহন করা না হয়, তাহলে আগামিতে হুমকির মুখে পড়বে পরিবেশ সহ বিদ্যুৎ খাত। তথ্য উঠে আসে কিছু অসাধু বিদ্যুৎ কর্মচারিরা এই অবৈধ বিদ্যুৎ ব্যবহারে সম্পৃক্ত। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাটারি চালিত রিকশায় জিরো টলারেন্স চায় সিএমপি। যদিও উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে তারপরও ঝাঁকে ঝাঁকে চলছে এই ব্যাটারি চালিত রিকশা।
এ বিষয়ে কথা হয় কিছু সার্জেন্ট পুলিশের সাথে, কিছু পুলিশ কর্মকর্তা বলেন আমাদের কিছু করার নেই, আমরা ঠিক অভিযান পরিচালনা করি এবং আটক রাখার চেষ্টা করি, কিন্তু অফিস থেকে কিভাবে তারা নিয়ে আসে সেটা আমরা বুঝতে পারি না।