দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলীয় নেতা কর্মীদের ভোটারদের কাছে গিয়ে আবদারের সাথে ভোট চাইনে নির্দেশনা দেন। চট্টগ্রাম জেলার যে আসনগুলি আছে আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেন না কেন তাকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটা আমার অনুরোধ। জয়যুক্ত করে আনতে পারবেন তখনই যখন আপনারা তৃণমূলকে সংগঠিত করতে পারবেন। তখন আপনারা তৃণমূল পর্যায়ে দৃঢ়তার সহিত জয় পাবেন। এই প্রতিনিধি সভায় এই মেসেজ দেওয়ার জন্য আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক এসেছেন। প্রতিটি ওয়ার্ডে আপনারা শক্তিশালী কমিটি করবেন। প্রতিটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের শক্তিশালী কমিটি করবেন এবং যারা ছাত্রলীগ আছে, যুবলীগ আছে তাদেরকেও বলবেন তারা যেন ভোট যখন আসবে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তাকে নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন, আদবের সহিত ভোট চাইবেন এবং আপনারা যদি আদবের সহিত ভোট চান আপনারা ভোট পাবেন।’ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
১৪ মে সকাল ১০টা থেকে নগরের জিইসি কনভেনশন সেন্টারে দিনব্যাপী শুরু হয় এ প্রতিনিধি সম্মেলন। এতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন ৮টি উপজেলার তৃণমূলের নেতা-কর্মীরাসহ প্রায় ৩ হাজার নেতা-কর্মী ও নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিরা এ প্রতিনিধি সভায় অংশ নেন। দিনব্যাপী এ প্রতিনিধি সভায় মাঠ পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীদের নানান অভাব-অভিযোগের কথা শুনেন কেন্দ্রীয় নেতারা এবং পরবর্তীতে তাদের দিকনির্দেশনা দেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরও বলেন, ‘আমি আমার এলাকায় নয়বার নির্বাচন করছি, সাতবার এমপি হইছি আরও দুইবার হইতাম। হই নাই বিভিন্ন কারণে। এ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চেমন আরা তৈয়ব, মহিলা আওয়ামী লীগের শীমাম হারুন লুবনাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।