আনোয়ারা প্রতিনিধি
আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচন।নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশীল অনুযায়ী এ তথ্য জানা গেছে।

এ নির্বাচনকে ঘিরে পরৈকোড়া ইউনিয়নসহ সর্বত্রই চলছে নানা গুঞ্জন, কে হচ্ছেন নৌকা মার্কার প্রার্থী ?
চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে অনেকের নাম শোনা গেলেও এ পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন মুহাম্মদ হাবিবুল্লাহ, এম.এ.সালাম, এম.নুরুল হুদা চৌধুরী ও আজিজুল হক চৌধুরী বাবুল ।
এর মধ্যে বিগত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও এম.এ সালাম ও নুরুল হুদা চৌধুরী দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মুহাম্মদ হাবিবুল্লাহ ও আজিজুল হক চৌধুরী বাবুল গেলবার দলীয় মনোনয়ন চাননি।