পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফের অন্যতম সুফি সাধক হযরত সৈয়দ আমিরুজ্জামান শাহ(রা) এর পৌ পুত্র মাওলানা আবু ইউছুপ শাহ (রাঃ) বার্ষিক ওরশ শরীফ আগামী মঙ্গলবার ১০ মে ২৭ বৈশাখ অনুষ্ঠিত হবে। গাউছিয়া আমিরিয়া খলিল মনজিলে বার্ষিক ওরশ উপলক্ষে বাদে জোহর খতমে কোরআন, খতমে গাউছিয়া, বাদে আছর মোশায়রা মাহফিল, বাদে মাগরিব আমির ভান্ডার শাজরাহ শরীফের মোড়ক উন্মোচন, ঈদে মিলাদুন্নবী মাহফিল, আখেরি মোনাজাত ও তবরুক বিতরণ করা হবে। এতে বিভিন্ন জেলা উপজেলার ভক্তবৃন্দদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য পীরজাদা শাহসূফি সৈয়দ আমির উদ্দীন শাহ আমিরভান্ডারী অনুরোধ জানিয়েছেন।