1. admin@purbobangla.net : purbobangla :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
কাঠালিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শুঁটকি রান্না প্রতিযোগিতা চট্রগ্রাম বিভাগ সেমিফাইনালে নির্বাচিত ৫ জন দেড় শতাধিক সিএনজি চালিত অটোরিক্সা স্ত্র্যাপকরণ করল বিআরটিএ পবিত্র জিলকদ মাসের ফজিলত ও আমল ৫০ বছরে পাচার হয়েছে ১১ লাখ ৯৩ হাজার কোটি টাকা সংবর্ধিত হলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ  পতেঙ্গায় ‘নিরিবিলি’ আবাসিক হোটেলে অনৈতিক, অসামাজিক পতিতাবৃত্তির প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িবহরে হামলা মিরসরাইয়ে ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ৯লাখ টাকা ছিনতাই মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে নারীর ক্ষমতায়নে প্ল্যাটফর্ম শি ৪.০ উন্মোচন করল গ্রামীণফোন

তারেকুল ইসলাম (জীবন) ৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও মোঃ শাহজালাল রানার্স আপ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে

চট্টঘ্রামের লালদীঘির বলি খেলায় তারেকুল ইসলাম (জীবন) ৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও মোঃ শাহজাহান রানার্স আপ হয়েছেন। ৩বার সময় নির্ধারণ করে দিলেও কেউ কারও পীঠ মাটিতে লাগাতে পারেনি।

 লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলায় খেলার ১১৩ তম আসরে কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে এবার শ্রেষ্ঠত্বের মুকুট ও শিরোপা লড়াইয়ে বিজয়ী হয়েছেন কক্সবাজার জেলার চকরিয়ার তারিকুল ইসলাম তারেক (জীবন) বলী।

সোমবার ২৫ বিকেলে লালদীঘি সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বালুর মঞ্চে হাজারো মানুষের উপস্থিতিতে এবারের বলি খেলা শুরু হয় ।

ফাইনালের শুরু থেকে দর্শকরা দুইভাগে বিভক্ত হয়ে জীবন ও শাহজালাল পক্ষে স্লোগান দিতে থাকেন। জীবন বেশ কয়েকবার শাহজালালকে ধরাশায়ী করার চেষ্টা করেও পারেননি।

শেষ মুহূর্তে পয়েন্ট ভিত্তিতে তারিকুল ইসলাম জীবনকে বিজয়ী ঘোষণা করেন খেলার রেফারি আব্দুল মালেক।

গতবার শাহজালাল বলীর কাছে শিরোপা হাতছাড়া হওয়া জীবন এবার সেই শাহজালালকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি।

চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল এই জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হবো। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ খুশি হয়েছি। এর আগে চ্যাম্পিয়ন হতে না পেরে শপথ নিয়েছিলাম। এবার জিতবই। আল্লাহ আমার দোয়া কবুল করেছে।

প্রথম সেমিফাইনালে মোকাবিলা করেন তরিকুল ইসলাম জীবন ও মমিন। এতে মমিন জয় পয়ে ফাইনালে ওঠেন। দ্বিতীয় সেমিফাইনালে সৃজন চাকমা ও শাহাজালাল বলী মোকাবেলা করেন। এতে জয় পেয়ে শাহাজালাল বলী ফাইনালে ওঠেন।

এবারের চ্যাম্পিয়ন বলীকে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা ও ট্রফি। রানার আপ বলীকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা।

উল্লেখ্য, ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়তে দেশের তরুণ যুবকদের শারীরিকভাবে তৈরি করতে এই বলী খেলার প্রচলন করেছিলেন চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার। ধারাবাহিকভাবে শত বছর পেরিয়ে বর্তমানে দেশের সর্বশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী লোকজ উৎসবেই শুধু পরিণত হয়নি এই খেলা, ঠাঁই করে নিয়েছে ইতিহাসেও।

প্রসংগত এবারের মেলা ও খেলা হবে না সাফ জানিয়ে সংবাদ সম্মেলনও করে মেলা কমিটি। কিন্তু নগরের মেয়র মেলা ও খেলা চালু রাখতে আগ্রহী । তার ঐকান্তিক চেষ্টা ও আন্তরিকতায় বিশেষ ব্যবস্হায় মেলা ও খেলা হলো।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla