ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ বাংলাদেশি বংশোদ্ভূত শাহনাজ চৌধুরী নামে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তাকে আটক করা হয়।
কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘আটক মার্কিন নাগরিক শাহনাজ চৌধুরী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটে ঢাকা আসেন। ৭ নং বোর্ডিং ব্রিজে তল্লাশির সময় তার শরীরে বাধা অবস্থায় কাপড়ের বেল্টের ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম ওজনের ৫৯ পিস গোল্ডবার উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক নারীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে এই স্বর্ণ তিনি যুক্তরাষ্ট্র থেকে এনেছেন। তবে ঢাকা আসার পথে তিনি দুবাইয়ে ট্রানজিট নেওয়ায় বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজন।