রানা সাত্তার
“স্বপ্ন দেখি, স্বপ্ন দেখায়, স্বপ্ন পূরণে আমরা” এই স্লোগান কে সামনে নিয়ে ২০১৭ সালে যাত্রা হয় সামাজিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ।
সূচনালগ্ন থেকে এই সংগঠনে সাথে মানবিক কাজ করে যাচ্ছে একঝাঁক তরুণ।যেখানে নিপিড়ীত গরীব, দুস্থদের আহাজারি সেখানেই স্বপ্নবাজ টিমের সহযোগিতার হাত। এরই আলোকে প্রতিবারের ন্যায় এবারও রায়পুর,বারশত,বরুমচড়া সহ আনোয়ারার বিভিন্ন গ্রামে প্রায় ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে উক্ত সংগঠন এর সদস্যরা।। প্রতি প্যাকেজে ছিলো চনা,নুডলস,সেমাই,পেয়াজ,আলু,সয়াবিন,চিরা ও খেজুর।
জানা যায়,দেশে ও প্রবাসে অবস্থানরত সদস্যদের অর্থায়নে পরিচালিত হয় সংগঠনের মানবিক কার্যক্রম।উদ্দেশ্য একটাই বেশি না পারলেও কিছু মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা মাত্র। সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক এ এইচ এম নিজাম চৌধুরী, সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবুল হকের নেতৃত্বে উক্ত কার্যক্রম সম্পন্ন হয়।।
বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন মাষ্টার মিয়া করিম, ইভেন্ট সমন্বয় আহবায়ক মনছুর, উপদেষ্টা এনামুল হক, মাহিন, করিম হিরো, নাতি করিম, নিজাম, সিরাজ, আমিন, একরাম, মফিজ প্রমুখ।