কিশোরগঞ্জের করিমগঞ্জে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।
করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়াকে ইউএনও পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা যায়, ২০২১ সালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে মনজুর হোসেন এক কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয়ের পর টাঙ্গাইল শহরের এক বাসায় কিছুদিন তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করেন। গত বছর তারা চিকিৎসা ভিসায় ভারতও ভ্রমণ করেন। পরে কলেজছাত্রী বিয়ে জন্য চাপ দিলে ইউএনও বিষয়টি এড়িয়ে যান। গত ৩ ফেব্রুয়ারি ওই কলেজছাত্রী বিষয়টির প্রতিকার চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক মো. শামীম আলম সাংবাদিকদের জানান, ইতিমধ্যে মনজুর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।