বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম চট্টগ্রামের পটিয়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষ্যে বিশিষ্ট সমাজসেবক শফি উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. শাহীনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী আবুল কালাম, পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, হাজী ফরিদ, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফু, জুয়েল, উজ্জ্বল, ছৈয়দ নূর ছাত্রলীগ নেতা সাকিব, জয় চৌধুরী।
ইফতার সামগ্রী বিতরণকালে বদিউল আলম বলেন, দেশের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রন রাখতে দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এক কোটি মানুষের মাঝে টিসিপি পণ্য সরবাহ করা হয়েছে। যা চলমান রাখা হবে। তা ছাড়া রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি একটি বাড়ি, একটি খামার প্রকল্প ও অসহায় মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প করে বিশ্বে নজির সৃষ্টি করেছে। পটিয়াতে আত্মমানবতা সেবায় আমি কাজ করতে চাই। এজন্য বদিউল আলম সকলের সহযোগিতা চেয়েছেন।