মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী এমরান হোসেন রনিসহ ওয়ারেন্টভুক্ত ১০ জন গ্রেপ্তার হয়েছে। ৪ এপ্রিল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীদের মধ্যে পরোয়ানাভূক্ত ৭জন, সিআর গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ১ জন, নিয়মিত মামলার পলাতক আসামী ১জন রয়েছে। গ্রেপ্তরকৃতরা হলো উপজেলার সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী গ্রামের মৃত হোসেন আহাম্মদের পুত্র মোঃ কামাল উদ্দিন, মোঃ মাহফুজুর রহমান, মোঃ জসিম উদ্দিন বাচ্চু, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র জহির আলম, শাহ আলমের পুত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন রনি, মধ্যম মায়ানীর নেজাম উদ্দিনের পুত্র তোফাজ্জল হোসেন, ওয়াহেদপুর এলাকার আহাম্মদের রহমানের পুত্র আখেরুজ্জামান, বালিয়াদি এলাকার মৃত আহাম্মদ হোসেনের পুত্র মোঃ ইয়াছিন, উত্তর হাইতকান্দি এলাকার মৃত ডালিম বড়ুয়ার পুত্র রাহুল বড়ুয়া ও রায়পুর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র জাহেদ হোসেন লাভলু।
জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে এমরান হোসেন রনির বিরুদ্ধে মিরসরাই ও সীতাকুন্ড থানায় চুরি, মাদক ও মারামারি একাধিক মামলা রয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, চট্টগ্রাম জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম মহোদয় এর নির্দেশ মোতাবেক আমার তত্বাবধানে, এস আই মোহাম্মদ আল আমিন, এস আই কৃষ্ণ লাল ঘোষ, এস আই আনিছুর রহমান, এস আই গৌর চন্দ্র সাহা, এস আই রাকিবুল ইসলাম, এস আই মোহাম্মদ কহিনুর ইসলাম ফোর্স সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত ৭জন, সিআর গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ১ জন, নিয়মিত মামলার পলাতক ১জন আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাকৃতদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।