এম, আলী হোসেন
এলোমেলো চুল, দমকা হাওয়া,ধূ-ধূ প্রান্তর হাতে গিটার,পৃথিবীর সমস্ত কোলাহল,দুশ্চিন্তাকে পিছনে ফেলে এই অবেলায় তোমারি আকাশে নীরব আপোষে ভেসে যাওয়া।কি শান্তি! এস আই আসিফ লিখেছেন নীল জামসেদ এর স্ট্রাটাসের কমেন্টসে।হরেক রকম মত -পথ মনের কথায় আনোয়ারায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি কনসার্ট ঘিরে ফেসবুক জুড়ে চলছে সরব আলোচনা ।কেউ দেখে কমেন্টস করে আবার কেউ দেখে হাসে, আবার কেউ কেউ এটিকে নিয়ে মতলব হাসিলে ব্যস্ত । এসব বিষয় আমাদের চোখ পড়ছে ভিন্ন ভাবে।স্বয়ং কনসার্ট প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের আহমেদও নিজের টাইম লাইন থেকে কয়েকটি স্ট্রাটাস দিলেন পর পর ।এরপর নানা রকম কমেন্টস আসছে টাইমলাইন জুড়ে ।যেন মনে হচ্ছে আনোয়ারাবাসী রাজ্য জয় করেছে কিংবা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কোথাও।উপজেলা নির্বাহী অফিসার টাইমলাইনে যা ছিল
https://www.facebook.com/1144884449/videos/1024671868404735 এই স্টেজ করেছিলাম আনোয়ারাতে!! অবিশ্বাস্য লাগে।https://www.facebook.com/photo/?fbid=10227150658169374&set=a.10201173451675447 ছেলেটা স্টেজে উঠে একটা কবিতা আবৃত্তি করতে চেয়েছিলো ‘নিশিতা বড়ুয়া’ আর ‘শিরোনামহীন’ এর জন্য পারে নাই https://www.facebook.com/photo/?fbid=10227150478564884&set=a.10215445802915308 নিশিতা’র গানের সাথে স্টেজে পারফর্ম করেছে ফাতিহা মাহনূর আহমেদ। আমার লিটল মিস সানশাইন https://www.facebook.com/photo/?fbid=10227150227958619&set=a.10201173451675447 না ভাই, আমি গান গাচ্ছিলাম না। ‘শিরোনামহীন’ এর ভোকাল আমার পিছনে। অডিয়েন্সকে শান্ত হতে বলছিলাম। তারা আমার কথা শুনেছিলো।https://www.facebook.com/jobaer.ahmed/videos/1039002206963443 কনসার্ট আয়োজন করতে চেয়েছিলাম। করেছি। কি যে পাগলামি করি সব! https://www.facebook.com/photo/?fbid=10227148999567910&set= THE NATIONAL ANTHEM RULES, 1978 জাতীয় সংগীত বিধিমালা, ১৯৭৮ যেসকল ছিদ্রান্বেষী ছাগল ঘাস খেয়ে সাংবাদিকতা করে তাদের জানার জন্য।https://www.facebook.com/photo/?fbid=10227147342086474&set=pcb.10227147308085624 কনসার্টের ভিড় ।
———————————————————– সাংবাদিকদের সম্পর্কে খারাপ মন্তব্যই করা যেন একটা অভ্যাসে পরিনত হয়েছে। তারা খারাপ, তারা লেখাপড়া জানেনা, তারা সাংবাদিকতা সম্পর্কে কিছুই জানেনা। আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে এর তীব্র প্রতিবাদ জানায়। একজন পেশাদার সাংবাদিক হিসেবে বিভিন্ন মন্তব্যকারীদের প্রতি প্রশ্ন রাখতে চাই, তারা কতজন সাংবাদিক সম্পর্কে জানে? মন্তব্যকারীরা কি জানে আনোয়ারায় যারা সাংবাদিকতা করে তাদের মধ্যে অনেক সাংবাদিকই উচ্চ শিক্ষায় শিক্ষিত কিংবা উচ্চ শিক্ষা গ্রহণ করা অবস্থায় সাংবাদিকতা করছে। যদি না জেনে থাকে, তাহলে জেনে নিতে পারেন। গুটি কয়েকজনের জন্য সব সাংবাদিকদের সম্পর্কে ঢালাও মন্তব্য করা ঠিক হয়নি। সত্য জানুন, তারপর মন্তব্য করুন। অথবা কোন কোন সাংবাদিক লেখাপড়া জানেনা, তাদের অতীত কি, জেনে নিয়ে তাদের নাম সামনে নিয়ে আসুন। শুধুমাত্র কাউকে খুশি করার জন্য মন্তব্য করবেন না। সত্য জানুন, তারপর মন্তব্য করুন। আর যারা সাংবাদিকতা পেশায় জড়িত আছেন তারা যদি ঐসব মন্তব্য গুলো পড়ে থাকেন, তারা যদি এসব মন্তব্য পড়ে মনে করেন যে আপনি মন্তব্যের সাথে একমত তাহলে কিছুই বলার নেই।আমরা কয়েকজন পেশাদার সাংবাদিক এসব মন্তব্যকারীদের সাথে দ্বিমত পোষণ করছি। তাই ঢালাও ভাবে শিক্ষিত পেশাদার সাংবাদিকদের নিয়ে মন্তব্যকারীদের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায়।এই স্ট্রাটাসের কমেন্টেস জুবায়ের আহমেদ যা বললেন
Rupan Datta ভাই, আমি নিতান্ত বাধ্য হয়ে অই পোস্টটি করেছি এবং আমি সুনির্দিষ্টভাবে একটি শ্রেণির সাংবাদিককে বুঝিয়েছি, ঢালাওভাবে সবাইকে মিন করি নি। তারপরও আমার পোস্টের মাধ্যমে আপনারা আহত হয়ে থাকলে আমাকে মার্জনা করবেন।
আনোয়ারায় সফলতার তিন বছর
সফলতার সাথে তিনটি বছর অতিবাহিত করেছেন আনোয়ারায়। আমরা আপনাকে সবসময় চাই। থাকুন আমাদের মাঝে। আপনার এই পথচলায় অনেক শুভেচ্ছা ও অভিনন্দন