রানা সাত্তার,চট্টগ্রাম
গাউছিয়া কমিটি প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত সমাজের বিভিন্ন কাজে নিজেদের বিলীন করে দিয়েছেন তারা।এ যেন মানবধর্ম পরম ধর্ম মনে করছেন গাউছিয়া কমিটি সদস্যরা।দিন দিন তাদের সদস্য বৃদ্ধি ও প্রসার হয়ে ওঠায় তারা এখন জেলা,উপজেলা, থানা,ও ওয়ার্ড কমিটি করে দিয়েছেন।
তাদের সকল ভালো কাজের অংশের একটি বড় বিষয় হচ্ছে হেলথ সেবা।এরই ধারাবাহিকতায় গত ৩১মার্চ বৃহস্পতিবার চান্দগাও থানাস্থ চন্দ্রিমা আবাসিকে স্থানীয় গাউছিয়া কমিটি একটি সম্পূর্ণ বিনামূল্যে একটি চক্ষু শিবির আয়োজন করেন।যে ক্যাম্পটির পুরাপুরি পরিচালনা ও সহযোগিতা করেছে চট্টগ্রাম অন্যতম স্বনামধন্য চক্ষু হাসপাতাল “চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল “। এতে পুরাদিন ব্যাপী প্রায় ৩০০ জনের চোখের সেবা দেন চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল।
এসময় হাসপাতাল পরিচালনা কমিটির সহঃব্যাবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার জানান,কেও বা কোনো সংস্থা যদি তাদের ব্যানারে ফ্রি চক্ষুসেবা দিতে আগ্রহী হোন এতে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল ডাক্তার ও হেলথ টিম দিয়ে পাশে থাকবে।
গাউছিয়া কমিটি’র আহবায়ক নঈম উদ্দিন ও যুগ্ন আহবায়ক কাইয়ুম উদ্দিন বলেন,দেশজুড়ে গাউছিয়া কমিটি করোনাকালীন সময়ে যে ভাবে মানবসেবা করেছে আসলেই এখন আমাদের মানদণ্ডে পরিনত হয়েছে।তাই উক্ত মানবসেবা অব্যাহত রাখার জন্য আমরা প্রতিনিয়ত মেডিকেল টিম দিয়ে মানসেবায় বিভিন্ন ফ্রী ক্যাম্প করে থাকি।
তিনি আরো জানান,ধন্যবাদ জানাই চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল এর ম্যানেজমেন্ট ও তাদের মেডিকেল টিম কে অনেক ধৈর্যের সাথে প্রায় ৩০০রোগীকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেয়ার জন্য।