বিনোদন প্রতিবেদক
ফের ফিরলেন নতুন একটি গান নিয়ে এই সময়ের শিল্পী নাবিলা। ”চাপ নিস না’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন ওসমান সজীব ও সংগীতায়োজন করেছেন অনিম খান।
গানটির প্রসঙ্গে নাবিলা বলেন- নিজের চ্যানেলের জন্য বেশ কিছুদিন কাজ করছি৷ নিয়মিত গান করে যাচ্ছি শ্রোতাদের জন্য। ‘চাপ নিস না’ গানটিও আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে। গানটি ইতিমধ্যে ভালোই সাড়া ফেলেছে।
তার গাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য ‘আমি তোমাকে ভালোবাসি, তোমার পরশ, পিরিত মানে জ্বালা, মনের পাখিসহ বেশ কিছু গান।
‘চাপ নিস না’ গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে৷