রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে দায়িত্বরত সংস্থাগুলোর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবায়ন তেমন চোখে পড়ে না। যানজট নিয়ন্ত্রণে কখনও রিকশা নিয়ন্ত্রণ, কখনও ব্যক্তিগত গাড়ির ‘জোড়-বিজোড় থেরাপি’, আবার কখনও ডিজিটাল ট্রাফিক যন্ত্রের কথা বলা হচ্ছে। বিভিন্ন সময় এমন সিদ্ধান্ত প্রয়োগও করা হয়েছে। যদিও সিদ্ধান্তের উপর অটল থাকতে পারছে না দায়িত্বরত সংস্থাগুলো। এ প্রসঙ্গ টেনে কথা বলতে বলতেই যানজটে দীর্ঘসময় আটকে থাকা বিরক্ত এক মোটরসাইকেল চালক টিপ্পনী কেটে বললেন, ‘কর্তৃপক্ষের কথার মতো যানজটও একেক সময় একেক রূপ ধারণ করছে।’