আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রামে গোদারপাড়া স্পোটিং ক্লাবের শর্টপীচ ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ২৫ মার্চে রাতে সম্পন্ন হয়েছে। এই ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা ও রায়পুর ইউনিয়ন জনকল্যাণ সংস্থার সাবেক সভাপতি আলহাজ্ব এস এম জামাল উদ্দিন। সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন এই ফাইনাল খেলা উদ্বোধন করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধ্যম গহিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবদুল জব্বার, সাবেক মহিলা মেম্বার জাহেদা বেগম ও বোয়ালিয়া আল আমিন একাডমীর প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল আমিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোহাম্মদ জাহেদ।