জাপানের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩৫ মিনিটে এটি আঘাত হানে। জাপানের উত্তরাঞ্চলের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির সংবাদমাধ্যম এনএইচকে নিউজ চ্যানেলের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রের প্রায় ৬০ কিলোমিটার বা ৩৬ মাইল নিচে উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা যায়নি।সবটুকু জানতে ক্লিক করুন