কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ি জমির গাছ কাটাকে কেন্দ্র করে অলি আহমদ (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ মার্চ সকাল ১০টার দিকে উপজেলা শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়য় এলাকায় এ ঘটনা ঘটে।
অলি আহমদ উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা-জারুলবুনিয়া এলাকার শেখ আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সঙ্গে অলি আহমেদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আব্দুল মজিদ বিভিন্ন সময় অলির দখলীয় গাছের বাগান জবরদখল করতে ষড়যন্ত্র চালাচ্ছিলেন। নানা সময় হত্যারও হুমকিও দেন।