করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু কমায় বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স। বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণই যথেষ্ট বলে জানিয়েছে দেশটি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় ফ্রান্স ভ্রমণে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তারা কোনও ধরনের পরীক্ষা ছাড়াই ফ্রান্সে আসতে পারবেন। বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণই যথেষ্ট হবে।সবটুকু জানতে ক্লিক করুন