ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সদর দফতরের ভবন থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। দেশটির রাজধানী কিয়েভের এই সদর দফতর অবস্থিত। রয়টার্সের এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রয়টার্স এক সাংবাদিক বলেন, তবে সদর দফতরের ভবন অক্ষত অবস্থায় আছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেন জানায়, কিছু সামরিক কমান্ড সেন্টার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গোয়েন্দা সদর দফতরের ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। গোয়েন্দা সদর দফতরের পাশের এক ভবনের আগুন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ওই ভবনে ইউনিফর্ম পরিহিত লোককে তাদের ব্যাগ ছুড়ে ফেলতে দেখা গেছে। সবটুকু জানতে এখানে ক্লীক করুন