মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বইমেলা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলার আয়োজক কর্তৃপক্ষ। এদিন সকাল ৮টায় মেলা উন্মুক্ত করে দেওয়া হবে এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে। এদিন সব প্রকাশককে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বই নিয়ে মেলায় প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলা একাডেমি জানায়, একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি উপলক্ষে রবিবার (২০ জানুয়ারি) আধঘণ্টা আগে রাত সাড়ে ৮টায় মেলা বন্ধ করে দেওয়া হবে। রাত ৮টার পর কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।সবটুকু জানতে ক্লিক করুন